১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

কারিতাসের উদ্যোগে মাদক নির্ভর ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সেলিং সেশন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৩
কারিতাসের উদ্যোগে মাদক নির্ভর ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সেলিং সেশন

Sharing is caring!

কারিতাসের উদ্যোগে মাদক নির্ভর ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সেলিং সেশন

বিশেষ প্রতিবেদক চট্রগ্রামঃ বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন প্রকল্প ” ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ ড্রাগ রিকভারিস” প্রকল্পের অধীনে মাদকনির্ভর ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে একটি মোটিভেশনাল কাউন্সেলিং সেশন প্রকল্পের চকবাজার কাউন্সেলিং সেন্টারে অনুষ্ঠিত হয়। মাদকনির্ভর ব্যক্তিদের পরিবারের করণীয় নিয়ে সেশনটি পরিচালনা করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তোফা হাকিম। প্রকল্পটি মাদক প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পের অধীনে সুস্থতাগামী মাদকসেবিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কাউন্সেলিং, চিকিৎসাসেবা, ক্ষুদ্র ব্যবসায় অর্থ সহায়তা, পারিবারিক কাউন্সেলিংসহ বিভিন্ন উদ্যোগ চলমান রেখেছে। এরই ধারাবাহিকতায় পারিবারিক কাউন্সেলিং সেশনটি পরিচালনা করা হয়। সেশনে পরিবারের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদার স্বাগত বক্তব্যের মাধ্যমে সেশনের কার্যক্রম শুরু হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার শাহরিয়ার শিমুল।