Sharing is caring!
চাটখিলে ইউপি চেয়ারম্যানের মেয়ে অপহরণের মামলায় ৫দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মানিকের কলেজ পড়ুয়া মেয়ে অপহরণের ঘটনায় মামলা দায়েরের ৫দিনেও পুলিশ কাউকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। চেয়ারম্যান হাজী মানিক উমরাহ থাকায় তার ভাই মোঃ সুমন ঘটনার বিষয়ে ৪জনের বিরুদ্বে চাটখিল থানায় গত বৃহস্পতিবার অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে জোরপূর্বক অপহরণের ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করে।
মামলা সূত্রে জানা যায়, ঐ ইউনিয়নের শ্রী নগর গ্রামের জাবেদ উল্যা মাস্টার বাড়ির মৃত. আবদুল লতিফের ছেলে ফাহাদ (২৫), তার মা হাছিনা (৪০), একই বাড়ির মোঃ বাবুলের ছেলে মোঃ শুভ (২০) ও মোঃ বাবুল (৫৫) যোগসোজশে গত বুধবার সকালে উপজেলার খিলপাড়া আবদুল ওহাব ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে অপহরণ করে। মামলা তদন্ত কর্মকর্তা খিলপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান রোববার জানান, অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামীদের এখনো গ্রেফতার করা যায়নি তবে চেষ্টা চলছে।