২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হেরপেটি সাপলোলা শ্রী শ্রী গীতা পাঠশালা এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও ধমীয় আলোচনা সভা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৩
হেরপেটি সাপলোলা শ্রী শ্রী গীতা পাঠশালা এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও ধমীয় আলোচনা সভা

Sharing is caring!

হেরপেটি সাপলোলা শ্রী শ্রী গীতা পাঠশালা এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও ধমীয় আলোচনা সভা

স্টাফ রিপোর্টার মোঃ জহির হোসেনঃ হেরপেটি সাপলোলা শ্রী শ্রী গীতা পাঠশালা এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও ধমীয় আলোচনা সভা ২০২৩ইং এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ উদ্বোধক শ্রীযুক্ত বাবু স্বপন কুমার নাথ ভৌমিক প্রতিষ্ঠাতা সভাপতি দামোদর সংঘ লালমাই কুমিল্লা, এ সময় গীতা পাঠ করেন শ্রী বাবু জীবননান্দ দাশ (জীবন) সাধারন সম্পাদক দামোদর সংঘ লালমাই কুমিল্লা, এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত রাখাল চন্দ্র ভৌমিক চন্ডিমুড়া সেবাশ্রম বরুড়া,প্রধান শ্রীযুক্ত বাবু লিটন চন্দ্র সরকার সহকারী পরিচালক হিন্দু ধর্মীয় কল্যণ ট্রাস্ট কুমিল্লা জেলা কার্য্যালয়, বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শ্রীযুক্ত বাবু তপন কুমার ভৌমিক সভাপতি বরুড়া উপজেলা পুজা উদযাপন পরিষদ, শ্রীযুক্ত বাবু দিপক কুমার ভৌমিক সভাপতি হিন্দু বৌদ্ধখ্রিষ্টান ঐক্যপরিষদ বরুড়া উপজেলা, ইঞ্জিনিয়ার বাবু শ্রীযুক্ত মানিক লাল মজুমদার সহ সভাপতি গীতা পাঠলাল হেরপেটি, শ্রীযুক্ত বাবু শ্রীকৃষ্ণ বনিক অর্থ সম্পাদক দামোদর সংঘ লালমাই, আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত নিপেন্দ্র চন্দ্র দাশ মান্দারতলি, শ্রীযুক্ত প্রবির চন্দ্র দাস, ডাঃ শ্রীযুক্ত দীপঙ্কর লোধ হেরপেটি, সহ প্রমখ।