১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

শিক্ষা উপমন্ত্রী মহিবুল্লাহ হাসান চৌধুরী নাওফেল বরুড়া ছোটতুলাগাঁও কলেজ পরিদর্শন করেন।

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৩
শিক্ষা উপমন্ত্রী মহিবুল্লাহ হাসান চৌধুরী নাওফেল বরুড়া ছোটতুলাগাঁও কলেজ পরিদর্শন করেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল্লাহ হাসান চৌধুরী নাওফেল বরুড়া ছোটতুলাগাঁও কলেজ পরিদর্শন করেন।

কুমিল্লা বরুড়া প্রতিনিধি মোঃ জহির হোসেনঃ আজ ০৩ রা ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুপুরে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট তুলা গাঁও মহিলা কলেজে পরিদর্শন করেন গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল্লাহ হাসান চৌধুরী নাওফেল এমপি. এই সময়ে উপস্থিত ছিলেন নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি কুমিল্লা ০৮. মুসলিম চৌধুরী মহা হিসাব রক্ষক নিয়ন্ত্রক বাংলাদেশ, এম এ সালাম সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, ড. ইন্জিনিয়ার ফজলুর রহমান দাতা সদস্য ছোট তুলা গাঁও মহিলা কলেজ স্কুল ও মাদ্রাসা, প্রফেসার সোমেশ কর চৌধুরী পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) কুমিল্লা অঞ্চল, বকতার হোসেন মেয়র বরুড়া পৌরসভা, মেহেদী হাসান উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) বরুড়া,
সভাপতিত্বে ইন্জিনিয়ার আতিকুর রহমান সাহেবের ছোট ভাই ইন্জিনিয়ার তোফাজ্জল আলী মিয়া, ছোট তুলা গাঁও মহিলা কলেজের এলামাইনের সাবেক সভাপতি সাবিনা ইয়াসমিন শান্তা, প্রমুখ।

সভাপতির স্বাগতম বক্তব্য তোফাজ্জল আলী মিয়া বলেন… ছোট তুলা গাঁও মহিলা কলেজ ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করেছে সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমাদের সাবেক ছাত্রীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী মহিবুল্লাহ হাসান চৌধুরী নাওফেল বলেন এগিয়ে যেতে হবে সমান ভাবে ছেলেদের সঙ্গে বাস্তবিক শিক্ষা জরুরী আমি দূর থেকে শুনি এই প্রতিষ্ঠানের সুনাম আজ দেখার সুযোগ হয়েছে ছোট তুলা গাঁও মহিলা কলেজ সরকারি ঘোষণা না করে হোস্টেলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি কারিগরি শিক্ষার দিকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানান তিনি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মত ১৭ কোটি মানুষকে আগলে রেখেছেন সাবেক খাদ্যমন্ত্রী একজন মহিলা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ও মহিলা ছিলেন তিনারা মায়ের জায়গা থেকে আমাদেরকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য উন্নয়নের মহাসড়ক মাস্টার প্ল্যান করেছেন তা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে যেমন মেট্রোরেল কর্ণফুলী টানেল ইতিমধ্যেই আমরা পাতাল রেলের দিকে পা বাড়াচ্ছি

ছোট তুলা গাঁও মহিলা কলেজের এলামাইনের সাবেক সভাপতি সাবিনা ইয়াসমিন শান্তা বলেন আমাদের সোনার দেশ সোনায় রূপান্তরিত করতে হলে এই খান থেকে এক টুকরো সোনা নিতে হবে আমরা আমাদের ছোট তুলা গাঁও মহিলা কলেজ থেকে তাহলেই বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরি হবে কলেজকে সরকারিকরণের ঘোষণা ও ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল করার জন্য বিশেষভাবে জোর দাবি জানানই

বিশেষ অতিথির বক্তৃতায় বরুড়া সংসদীয় আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল বলেন ছোট তুলা গাঁও মহিলা কলেজের সুনাম বরুড়ায় নয় সারা দেশে ছড়িয়ে পড়েছে তা ধরে রাখতে হবে এই কলেজের সাবেক ছাত্রী শান্তা যেই দাবি করেছে তা আমারও দাবী আমি মন্ত্রী সাহেবের কাছে এই দাবি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি শিক্ষা ছাড়া গতি নাই সবাই নিজেদের পরিবারের সদস্যদের শিক্ষা নিশ্চিত করতে হবে ।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন আমি বরুড়ার ছোট তুলা গাঁও মহিলা কলেজের এলামাইনের একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হয়েছে আমি বরুড়া উপজেলার শিক্ষার জন্য উর্বর ভূমি বরুড়ায় অনেক জ্ঞানীগুনির জন্ম হয়েছে অনেক শিল্পপতিদের জন্মস্থান এই বরুড়ায় বরুড়া মানুষ শান্তিপ্রিয় আমি দেখেছি তাদের হৃদয় অনেক বড় শিল্প প্রতি পরিবারের পক্ষ থেকে অজয় পাড়া এমন শিক্ষা ব্যবস্থার পরিবেশ গড়ে তুলবে যা আমার দৃষ্টি বছর হয়নি অন্য কোথাও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ইঞ্জিনিয়ার আতিকুর রহমান স্যারের পরিবারের প্রতি তিনি এমন মহান উদ্যোগ নিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন এবং তা দিয়ে শিক্ষার আলো চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন আমি ইতিমধ্যে জানতে পেরেছি চট্টগ্রাম বিভাগের বাহিরে ঢাকা বিভাগ থেকে অনেকেই এখানে ভর্তি হচ্ছেন এটা নিঃসন্দেহে বরুড়ার জন্য একটা সুনামের কাজ তা ধরে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media
March 2024
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031