১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে উপ-নির্বাচন ২০২৩ বিজয়ী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া স্বতন্ত্র ( প্রার্থী ) ।

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৩
২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে উপ-নির্বাচন ২০২৩ বিজয়ী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া স্বতন্ত্র ( প্রার্থী ) ।

বিশেষ প্রতিনিধি : ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে উপ-নির্বাচন ২০২৩ সুষ্ঠু নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ( সরাইল – আশুগঞ্জ ) আসনের উপ-নির্বাচন ভোট গ্রাহণে নিরপক্ষ ভাবে বিজয়ী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া স্বতন্ত্র ( প্রার্থী ) কলারছড়ি মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয় । এসময় ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম । ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল ও আশুগঞ্জ দুই উপজেলার মাঝে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। এরমধ্যে ১ লাখ ৯৭ হাজার ৫০৩ পুরুষ ও ১ লাখ ৭৫ হাজার ৮১৫ জন নারী ভোটার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন । প্রায় ৬০ হাজার ভোটার তাদের ভোট প্রয়োগ করেছে । উপস্থিতি কম হওয়া প্রসঙ্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা-প্রশাসক ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: শাহগীর আলম বলেন । ভোটারদেরও ইচ্ছা থাকতে হবে । যা প্রার্থীরা মোটিভেট করতে পারেননি ভোটারদের । ভোটার আনাতো প্রার্থীদের দায়িত্ব । যা প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম ।

Please Share This Post in Your Social Media
March 2024
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031