৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নির্বাচন অফিসে ভোগান্তির শুরু আছে কিন্তু এর শেষ কোথায় জানেনা ভুক্তভোগীরা 

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৩
নির্বাচন অফিসে ভোগান্তির শুরু আছে কিন্তু এর শেষ কোথায় জানেনা ভুক্তভোগীরা 

Sharing is caring!

নির্বাচন অফিসে ভোগান্তির শুরু আছে কিন্তু এর শেষ কোথায় জানেনা ভুক্তভোগীরা 

 বরুড়া কুমিল্লা প্রতিনিধি মোঃ জহির হোসেনঃ কুমিল্লা জেলা বরুড়া উপজেলা নির্বাচন অফিসে ভোগান্তির শুরু আছে শেষ কোথায় জানেনা ভুক্তভোগীরা এ ব্যাপারে  সরজমিনে গিয়ে জানতে পারি নাম বলতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আমি আজ পাঁচ মাস ধরে ভবানীপুর ইউনিয়ন জালগাঁও গ্রাম থেকে বরুড়া উপজেলা নির্বাচন অফিসে কত বার আসছি তা আমি নিজেও জানিনা তারপরও আজকে আসলে বলে কালকে আসবেন কালকে আসলে বলে পরশু আসবেন এমতাবস্থায় আজ পাঁচ মাস গুরতেছি কিন্ত আমার ন্যাশনাল আইডি কার্ড এখনো হয় নাই কারন জানতে চাইলে বরুড়া উপজেলা নির্বাচন কমিশনের অফিসার বলেন আরও দুই তিন মাস লাগতে পারে  এ সময় এই ব্যাক্তি আরও বলেন  আমার স্বামী প্রবাসে থাকে আমি ও আমার বাচ্ছা সহ যাওয়ার কথা কিন্তু নির্বাচন কমিশন অফিসের অবহেলার কারণে আমি এখনো অফিসে এসে বরুড়া উপজেলা নির্বাচন অফিসারদের কাছে ঘুরতেছি, এই ঘটনার জানার পর প্রতিবেদক নিজে বরুড়া উপজেলা নির্বাচন অফিসের সামনে প্রতিবেদক নিজ চোখে দেখতে পান যেখানে সরকারি অফিস বন্ধ হয়ে যায় বিকেল ৪.৩০ মিনিটে সেখানে রাত সাতটা পর্যন্ত  ফাইল নিয়ে লোকজন নির্বাচন অফিসের বিতর আসা যাওয়া করতে  এ সময় লোক, মারফত জানতে পারে টাকা দিলে নাকি ১৮/২০ দিনের মাথায় ন্যাশনাল আইডি কার্ড পাওয়া যায়, এ সময় প্রতিবেদক , এ বিষয়ে বরুড়া উপজেলার  নির্বাচন অফিসারকে বার বার মুঠোফোনে ফোন দিও তাকে পাওয়া যায়নি। এই ভোগান্তির হাত থেকে মুক্তি পেতে চায় বরুড়ার জনসাধারণ।