২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৩,০০০ হাজার টাকা জরিমানা 

প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৩
সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৩,০০০ হাজার টাকা জরিমানা 

Sharing is caring!

মোহাম্মদ হোছাইন:

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার দেওয়ান হাট বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমান‌ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। গতকাল মঙ্গলবার ৩১ই জানুয়ারী দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার সাতকানিয়া পৌরসভা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ট্রেড লাইসেন্স বিহীন দোকান পরিচালনা, মূল্য তালিকা না রাখা ও বি এস টি আই এর অনুমোদন বিহীন পণ্য বাজার জাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, দন্ডবিধি ১৮৬০ ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ০৬ টি দোকানে মোট ৪৩,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
উক্ত অভিযানে সাতকানিয়া উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর জনাব ছরওয়ার কামাল সহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।