Sharing is caring!
নোয়াখালী চাটখিলে ফসলি জমিতে পুকুর খননের দায়ে একজনের ৬মাসের কারাদন্ড
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী : চাটখিল উপজেলার আবু তোরাব গ্রামে ফসলি জমি নষ্ট করে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালত ঐ গ্রামের অবসর প্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল কাইয়ুম কে (৭৫) ৬মাসের কারাদন্ড দিয়েছে। পরে থানা পুলিশ তাকে নোয়াখালী কারাগারে প্রেরন করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল রায় জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য তিনি ঐ গ্রামে যান। অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ার পর বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ (৫) এর ১ধারা লঙ্ঘনের দায়ে ১৫ (১) ধারায় এই দন্ড প্রদান করা হয়।