Sharing is caring!
খাগড়াছড়ি প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি শুরু শাপলা চত্বর হয়ে টাউন প্রাঙ্গণে এসে শেষ হয় । তারপরে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয় । এই আলোচনা সভা ও যুব সমাবেশে জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা । তিনি বক্তব্য দিলেন আওয়ামী লীগ সরকার মানুষের কল্যাণে এবং দেশের উন্নয়নে কাজ করে যাবে রাজাকার বিএনপি কখনো বন্ধ করতে পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা ।
আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের সহযোগিতা উন্নয়ন করার লক্ষে কাজ করেছে এবং আগামীতেও করে যাবে। আমরা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ বুঝিনা আমরা আগামীতে আবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করব দেশের জন্য কাজ করব বাংলাদেশ আওয়ামী লীগের জন্য।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা ও যুব সমাবেশে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্র চৌধুরী অপু , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম ও ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক , জেলা পরিষদের সদস্য পার্থ জুয়েল ত্রিপুরা ।