Sharing is caring!
নাগরপুরে অসময়ে যমুনা নদীর ভাঙনে ফসলি জমি ঘরবাড়ী ছাড়তে হচ্ছে স্থানীয়দের
মোঃ শফিকুল ইসলাম সবুজ টাংগাইল
নাগরপুরে অসময়ে যমুনা নদীর ভাঙনে দিশেহারা স্থানীয়রা।
টাংগাইলের নাগরপুরে অসময়ে নদী ভাঙনের কারণে ফসলি জমি সহ ঘরবাড়ী ছাড়তে হচ্ছে স্থানীয়দের। সলিমাবাদ ইউনিয়ন এর ঘুনিপাড়া গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রাম বন্যায় রাক্ষস রুপে যমুনা ভেঙ্গে নিলে ও এখন অসময়ে নতুন করে ভাঙন শুরু করেছে ফসলি জমি। নাগরপুরের পশ্চিম পাশে যমুনার পূর্ব পাশে ধলেশ্বরী দুইদিক থেকেই গ্রাস করেছে নাগরপুর উপজেলাকে। বিগত কয়েক বছরের অব্যাহত নদী ভাংগনে ঘুনিপড়া পাইকশা মাইজাইলসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ফসলি জমি সহ ঘরবাড়ী ছাড়তে হয়েছে স্থানীয়দের।
নদী ভাঙন প্রতিরোধে স্থানীয়দের দাবী একটি দীর্ঘমেয়াদী সমাধান অর্থ্যাৎ বেড়িবাঁধ নির্মানের লক্ষ্যে নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে স্থায়ী সমাধান।