২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে আউয়াল হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৩
টাঙ্গাইলে আউয়াল হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরের টাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম ঝড়ুকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২২ জানুয়ারি) রাতে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতার জহিরুল ইসলাম ঝড়ু (৬৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মীরকুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ জানায়, মির্জাপুর উপজেলার চাঞ্চল্যকর আউয়াল হত্যার ঘটনায় এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. জহিরুল ইসলামসহ ৪ জনকে অভিযুক্ত করা হয়।

এরপর ওই মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আদালত ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি জহিরুল ইসলাম ঝড়ুকে মৃত্যুদণ্ড প্রদান করেন। বিচার চলাকালে তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-১৪ আরও জানায়, গোপনে সংবাদ পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি দল ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে মির্জাপুর থানায় সোপর্দ করা হয়েছে।