১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে প্রেস ক্লাব’র সভানুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৩
সুন্দরগঞ্জে প্রেস ক্লাব’র সভানুষ্ঠিত

Sharing is caring!

সুন্দরগঞ্জে প্রেস ক্লাব’র সভানুষ্ঠিত

সুন্দরগঞ্জ (গাইবন্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘প্রেস ক্লাব, সুন্দরগঞ্জ’র জরুরী সভানুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ক্লাব’র প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ক্লাব কার্যালয়ে এ সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাব’র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইউনুস আলী সরকার, বিভিন্ন পদস্থ সাইফুল ইসলম, সুমন মিয়া, ফিরোজ কবীর প্রমূখ। সভায় বিষদ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সর্ব-সম্মতিক্রমে ক্লাব’র সভাপতি ও প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক ‘প্রেস ক্লাব, সুন্দরগঞ্জ’র নাম ঘোষণা করে ‘সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র পরিবর্তে ‘প্রস ক্লাব, সুন্দরগঞ্জ’ নমে গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্য একটি উপ-কমিটি গঠন করে দেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ মার্চ উপজেলায় কর্মরত বিভিন্ন গণ মাধ্যমের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত হয়েছিল উক্ত ক্লাব। সে সময় আইনগত জটিলতার কারণে ‘প্রেস ক্লাব, সুন্দরঞ্জ’র স্থলে সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’ নামে সংগঠনটি পরিচালিত হয়ে আসছিল।

তাং-২১-০১-২০২৩ইং।