২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৩
ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

Sharing is caring!

ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

গাজীপুর প্রতিনিধি : তীব্র শীত উপেক্ষা করেই টঙ্গীর তুরাগতীরে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। ফজরের নামাজের পর দিল্লি নিজামুদ্দিন মারকাযের মুরব্বি মাওলানা ইয়াকুব ছিলানীর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।

বয়ান বাংলায় তর্জমা করছেন মাওলানা মনির বিন ইউসুফ। আমবয়ানের পর সকাল ১০টা থেকে জিম্মাদারের অধীনে খিত্তাভিত্তিক তালিম শুরু হবে।
এবারের পর্বে প্রায় ৫৮টি দেশ থেকে ৫ হাজারের মতো বিদেশি মেহমান অংশ নিচ্ছেন ইজতেমায়৷ এবার ইজতেমার নিরাপত্তার দায়িত্বে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য৷ এবারই প্রথম ইজতেমায় সাইবার নিরাপত্তার জন্য নজরদারি করছে পলিশের সাইবার টিম।

রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৬তম বিশ্ব ইজতেমা