২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীর থানারহাট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৩
সোনাইমুড়ীর থানারহাট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ সৌহার্দ্য ও প্রীতির বন্ধনে, এসো মিলি স্মৃতির প্রাঙ্গণে” স্লোগানকে ধারণ করে নোয়াখালী সোনাইমুড়ীর থানারহাট উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে থানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রবীণ প্রাত্তণ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয়। বিদ্যালয় থেকে ১৯৭১ সালে থেকে প্রবীন ও প্রবাসী শিক্ষার্থীরাও এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। থানার হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকবাল হায়দার চৌধুরী তরুন এর সভাপতিত্বে।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল। সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভি পি নুরুল হক চৌধুরী। চাটখিল উপজেলা মেয়র ভি পি নিজামুদ্দিন। সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলাম বাকের। সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু সহ সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার। চাটখিল সোনাইমুড়ি উপজেলা শেখ রাসেল ক্রিড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি।জুনদপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। মোহাম্মদ আলি মানিক।

এসময় বিদ্যালয়ের প্রাত্তণ শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।