২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পদুয়া কেন্দ্রীয় শ্রীশ্রী হরিমন্দির কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে ৫দিন ব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ

প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৩
পদুয়া কেন্দ্রীয় শ্রীশ্রী হরিমন্দির কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে ৫দিন ব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ

Sharing is caring!

চট্টগ্রাম প্রতিনিধি:

প্রাণগোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের পূষ্যাভিষেক যাত্রা উপলক্ষে প্রতি বছরের ন্যায় পদুয়া কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির কমপ্লেক্সের উদ্যোগে ৫ দিন ব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত তারকব্রহ্ম মহানামযজ্ঞ উপলক্ষে শ্রীমদ্ভাগবদগীতা পাঠ, ধর্মীয় আলোচনা, লীলা কীর্তন, ধর্মীয় সংগীতাঞ্জলী,অন্নপ্রসাদ আস্বাদন ও ষোড়শপ্রহরব্যাপী তারকব্রহ্ম

অনুষ্ঠিত হবে। পদুয়া কেন্দ্রীয় শ্রীশ্রী হরিমন্দির কমপ্লেক্স ৫২ বছর ধরে এই নামযজ্ঞ পরিচালনা করে আসতেছে।
আজ ০৫ থেকে ০৯ জানুয়ারি ২০২৩ ইং বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত এই মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।
আজ ০৫ জানু্য়ারি ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার ভোর ৪.৪৫ মিনিট ব্রাক্ষ্মমূহুর্তে শ্রীশ্রী ঠাকুরের বাল্যভোগ ও ভক্তদের সমবেত প্রার্থনার মাধ্যমে শুভ নামযজ্ঞের সূচনা হবে।
বিকাল ৪ ঘটিকায় ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি আশিষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাবু লক্ষীপদ দাশ সদস্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

৬ জানুয়ারি ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করবেন আলহাজ্ব এ টি এম পেয়ারুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ চট্টগ্রাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. আবু রেজা মোঃ নেজাম উদ্দিন নদভী, মাননীয় সাংসদ সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম -১৫ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৬ জানুয়ারি অন্যান্য অনুষ্ঠানের মধ্যে আরও থাকছে সকাল ১০ টায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ব্লাড পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান।
উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে পদুয়া কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের উৎসব কমিটির পক্ষে বর্তমান সভাপতি রিটু দাশ বাবলু সকল ভক্তবৃন্দদেরকে উক্ত তারকব্রহ্ম মহানামযজ্ঞে উপস্থিত থেকে এই নামযজ্ঞকে সাফল্যমন্ডিত করার জন্য আহবান করেছেন।
পথ পরিচিতিঃ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে পদুয়া তেওয়ারী হাট বাস স্টেশন থেকে উত্তর-পূর্ব দিকে হরি মন্দির সড়কে আধা কিলোমিটার পথ উৎসব অঙ্গন।