২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

Sharing is caring!

 

 মোঃ বাবু আকন্দ: মৌলভীবাজার: দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোমবার (০২ জানুয়ারি) সকালে সেখানে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা‌। তবে আগামীকাল মঙ্গলবার (০৩ জানুয়ারি) বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১ কিলোমিটার। আগামী ৩ দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা কমতে থাকবে। মঙ্গলবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূর্বাবাসে দেখা গেছে, তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামবে।

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে শ্রীমঙ্গলে। নভেম্বর থেকে হঠাৎ করে শীতের তীব্রতা অনুভূত হতে শুরু করেছে। আমাদের রেকর্ড অনুযায়ী, আগামীতে আরও বাড়বে শীতের তীব্রতা। আরও কমতে থাকবে তাপমাত্রা।