Sharing is caring!
“শেখ মাহমুদুল হাসান পারভেজ “: কাতার বিশ্বকাপের সেরা গোল নির্বাচনের জন্য ১০টি গোলকে মনোনীত করেছিল ফিফা। সেই ১০টি গোলের মধ্যে রিচার্লিশনের গোলটিই বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে।
রিচার্লিশনের এই গোলটি ছিল বিশ্বকাপে প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে। দুর্দান্ত বাইসাইকেল কিকে গোলটি করেছিলেন তিনি। সবগুলো গোলকে পেছনে ফেলে এটাই বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে।
এই তালিকায় আরও ৯টি গোল ভোটের জন্য মনোনীত হয়েছিল। তারমধ্যে রিচার্লিশনের আরও একটি গোল ছিল। ছিল নেইমারের ক্রোয়েশিয়ার বিপক্ষে করা গোলটিও।
তবে সমস্ত গোলকে পেছনে ফেলে ভক্তদের ভোটে সেরা নির্বাচিত হয়েছে রিচার্লিশনের গোলটিই।