৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ জিতেও র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের পেছনে আর্জেন্টিনা

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২২
বিশ্বকাপ জিতেও র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের পেছনে আর্জেন্টিনা

Sharing is caring!

 

“শেখ মাহমুদুল হাসান পারভেজ “: প্রকাশিত হলো ফিফা র‍্যাঙ্কিং। তালিকা না দেখা অনেকে চোখ বুজে বলে দেবে, শীর্ষে আছে আর্জেন্টিনা। সদ্য বিশ্বকাপ জেতা দল সবার উপরে থাকবে না, তো কারা থাকবে! কিন্তু না, বিশ্বকাপ জিতেও আর্জেন্টিনা আছে দ্বিতীয় স্থানে। তালিকায় শীর্ষ নামটি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বেজলিয়ামকে হটিয়ে শীর্ষস্থান দখল করে ব্রাজিল। এরপর টানা দশ মাস শীর্ষেই আছে তারা। যদিও বিশ্বকাপ আশানুরূপ হয়নি এবারও, তবুও কোনো ভাটা পড়েনি এতে। আর্জেন্টিনা ট্রাইবেকারে না গিয়ে জিততে পারলে তারাই করতো চূড়ায় আরোহন।
ব্রাজিল আর্জেন্টিনার পর তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে বেলজিয়াম। বিশ্বকাপ শুরুর সময় তারা ছিল দুইয়ে। পাঁচে রয়েছে ইংল্যান্ড, ছয়ে অবস্থান করছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া নেদারল্যান্ডস।
সেরা দশে তিনধাপ এগিয়েছে ক্রোয়েশিয়া। দশম থেকে এখন তারা বিশ্বের সপ্তম সেরা দল। আট নম্বরে ইতালি। বিশ্বকাপে সুযোগ না পেয়েও আছে সেরা দশে। নয়ে আছে রোনালদোর পর্তুগাল। আর সেরা দশের শেষ দলের নাম স্পেন।