২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাতকানিয়া উপজেলা শিশু পার্কের উদ্বোধন করেন ড, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম পি

প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২২
সাতকানিয়া উপজেলা শিশু পার্কের উদ্বোধন করেন ড, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম পি

Sharing is caring!

সাতকানিয়া প্রতিনিধি

মোহাম্মদ হোছাইন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন হয়েছে। গতকাল (১৬ই-ডিসেম্বর)সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন এ শিশু পার্কের উদ্বোধন করেন সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা উপস্থিত ছিলেন।


সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন,শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ, তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন উপর্যুক্ত পরিবেশ ও মানসিক বিকাশের সুযোগ। এলক্ষকে সামনে রেখে সাতকানিয়া উপজেলায় অত্যন্ত মনোরম পরিবেশে উপজেলা পরিষদের কেন্দ্রস্থলে অবস্থিত সাতকানিয়া উপজেলা পরিষদ শিশু পার্ক।
সাতকানিয়া উপজেলায় ফাতেমা-তুজ-জোহরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের পর নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেন,শিশুদের জন্য একটি পার্কের পরিকল্পনা তিনিই করেন। তারই ধারাবাহিকতায় জায়গা নির্ধারণ ও সাতকানিয়া উপজেলা পরিষদ শিশু পার্ক নামকরণের প্রাথমিক সিদ্ধান্ত নেন। উপজেলায় এমন উদ্যোগের জন্য উপজেলার সকল স্তরের মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।


উদ্ধোধনকৃত উপজেলা পরিষদ শিশু পার্কে শিশুদের খেলার উপযোগী দোলনা, মেরি গো রাউড, প্লে স্টেশন, ট্রামপোলিন, বাঘ, ঘোড়া, পেঁচা, জিরাফ, স্লাইড, ট্রি-হাউস ইত্যাদি রয়েছে।