Sharing is caring!
স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (৬ই ডিসেম্বর ২০২২) বিকেলে নেত্রকোণা কাটলী এলাকায় নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মশিউর রহমানের নেতৃত্ব ।
মোঃ আব্দুর রশীদ , সহকারী পরিচালক ঔষধ প্রশাসন নেত্রকোণা এর প্রসিকিশনের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
দি ড্রাগ এক্ট ১৯৪০ এর আইন ভঙ্গের কারনে জরিমানা ও সতর্ক করা হয় আলী হায়দার মেডিকেল হল এবং অনন্ত মেডিকেল হল মালিক দের কে ।
ভ্রাম্যমান আদালত পরিচালনয় সার্বিক সহযোগিতা করেন নেত্রকোনা জেলা পুলিশের একটি চৌকস দল। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক হারুন রশিদ। তিনি ফার্মেসি মালিকদেরকে যথাযথ নিয়ম মেনে লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা করার পরামর্শ দেন। তিনি আরো বলেন জেল জরিমানা নয় সচেতনতাই পারে ঔষধ সেক্টরকে একটি সুসংগঠিত সেক্টর হিসেবে গড়ে তুলতে।
এরই ধারাবাহিকতা বজায় রাখতে নেত্রকোণা ঔষধ প্রশাসন অবিরল অবিরাম কাজ করে যাচ্ছে।