Sharing is caring!
সাকিব আলম মামুন
লংগদু, রাঙ্গামাটি
লংগদুর কালাপাকুজ্জ্যা ইউনিয়নে নানীর বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মুহিব্বুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১.৩০ টার সময় মায়ের সাথে গোসল করতে নদীতে গিয়ে মায়ের অজান্তে মুহিব্বুল্লাহ পানিতে ডুবে যায়।
পরিবার সূত্রে জানা যায়, তাদের বাড়ি মাইনী ইউনিয়নের ৫নং সোনাই কালু মাঝির টিলা। মুহিব্বুল্লাহ তার মায়ের সাথে কালাপাকুজ্জ্যা হাছানপুর বেড়াতে যায়। সেখানে তার মা সুরমা বেগম মহিবুল্লাহকে নিয়ে কাপড় ধৌত করার জন্য ঘাটে যায়। কাপড় ধৌতর কোন একসময় সুরমা আক্তারের অজ্ঞাতসারে সন্তান মহিবুল্লাহ কাপ্তাই হৃদে পড়ে যায়। পরে সুরমা আক্তার তার সন্তানকে পানিতে দেখতে পেয়ে ডাক চিৎকার করলে, আশেপাশের লোকজন এসে মহিবুল্লাহকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, বিষয়টি আমাদের জানানো হয়েছে। পরিবারের পক্ষ হতে বাবা মা থানায় এসে দরখাস্ত দিয়ে শিশুটিকে দাফনের জন্য নিয়ে যায়।