২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মহাসমাবেশে হবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে গণজাগরণ

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২
মহাসমাবেশে হবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে গণজাগরণ

 

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি জামায়াত দেশের মানুষের শান্তি বিনষ্টের অপচেষ্টা শুরু করেছে। তারা এখন অদৃশ্য শক্তির ইন্ধনে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত । এ মহাসমাবেশের মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধারণ মানুষের গণজাগরণ সৃষ্টি হবে।

সোমবার (২৮ নভেম্বর) সকালে নগরের নিমতলা এলাকায় চট্টগ্রাম বন্দরব্যবহারী শ্রমিক-কর্মচারী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, সিটি করপোরেশন এলাকার মোট জনসংখ্যার ২২ লাখ ভোটার রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৪০ শতাংশ অর্থাৎ প্রায় ৮ লাখ ৮০ হাজার আওয়ামী লীগের ভোটার। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী আদর্শ ধারণ করে। এই ৮ লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশও যদি পলোগ্রাউন্ডের সমাবেশে আসে তাহলে প্রায় ৪ লাখ ৪০ হাজার লোকের জমায়েত হবে। আবার এর সঙ্গে রয়েছে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা। সুতরাং সহজেই অনুমান করা যায় ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের মহাসমাবেশে কত লোক হতে পারে।

চট্টগ্রাম বন্দর ব্যবহারী শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি মোহাম্মদ মীর নওশাদের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি হাজী মো. হাছানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম বন্দর ব্যবহারী শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলমগীর, কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, কাউন্সিলর আফরোজা কালাম, শ্রমিক নেতা শফি বাঙ্গালী, বন্দর সিবিএ নেতা আবদুর ছাদেক মান্না, আলমগীর হোসেন, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের কার্যকরী সভাপতি মো. ইসকান্দর, সিনিয়র সহ সভাপতি মো. নুরুল আবছার, মো. আইয়ুব দোভাষ, মো. হুমায়ন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, মো. নাছের, আমিনুল ইসলাম ভুঁঞা, মো. জসিম, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30