২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিমানবন্দরে জব্দ ১০ ঈগল, সাফারি পার্কে হস্তান্তর

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২
বিমানবন্দরে জব্দ ১০ ঈগল, সাফারি পার্কে হস্তান্তর

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টার গাজীপুর: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো থেকে জব্দ করা ১০টি বিদেশি ঈগল গাজীপুরে সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুরে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এসব ঈগল গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা সাপ্তাহিক অভিযোগ কে জানান, শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মেসার্স সারা এগ্রো আমদানিকারক প্রতিষ্ঠান সুদান থেকে বৈধভাবে ১৫টি হর্ণবিল পাখির সঙ্গে এনওসি বর্হিভূত ১০টি ঈগল বাংলাদেশে নিয়ে আসে। এসময় কাস্টমস কর্তৃপক্ষ ঈগল পাখিগুলো জব্দ করে।

তিনি আরও বলেন, কাস্টমস আইন ১৯৬৯ লঙ্ঘন করায় আমদানিকারকের কাছ থেকে ১৯ লাখ ৮৮ হাজার ৫৫৫ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।