৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে পরিবহন ধর্মঘট শনিবার

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২২
সিলেটে পরিবহন ধর্মঘট শনিবার

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টার সিলেট :- নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল ও মিটার স্থাপন, সড়কে থ্রি-হুইলার প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার (১৯ নভেম্বর) পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস মালিক সমিতি। ওইদিন সকাল ৬টা থেকে পরদিন রোববার (২০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে।

বুধবার (১৬ নভেম্বর) সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের এসব দাবি অনেকদিন থেকেই জানিয়ে আসছিলাম। বিভাগীয় কমিশনার বরাবর এ বিষয়ে স্মারকলিপিও দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে আমাদের কিছু জানানো হয়নি। তাই বাধ্য হয়ে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছি।

জিয়াউল কবির পলাশ বলেন, শনিবার সকাল ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালন করা হবে। ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট ডাকা হয়েছে।

আগামী শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।