২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিদেশে ভালো চাকরির প্রলোভনে ৪

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২২
বিদেশে ভালো চাকরির প্রলোভনে ৪

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টার মহানগর : নারীকে পাচারের চেষ্টা, অতঃপর…
বিদেশে ভালো চাকরির প্রলোভনে পাচারের সময় সুনামগঞ্জের চার নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবু বক্কর ছিদ্দিক সোহেল (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ থেকে ওই নারীদের উদ্ধার করা হয়।

আটক মানবপাচারকারী আবু বক্কর ছিদ্দিক সোহেল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট এলাকার হারুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবে থাকা সুনামগঞ্জের চার নারীকে আর্থিক সচ্ছলতা এনে দেবে বলে কৌশলে বাড়ি থেকে নিয়ে যায় একটি পাচার চক্র। গত ১২ নভেম্বরবিদেশে নেয়ার কথা বলে ওই চার নারীকে প্রথমে বাড়ি থেকে ঢাকায় নেয়া হয়। এরপর পাসপোর্ট তৈরির জন্য এনআইডি কার্ড করার কথা বলে বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নেয়া হয়।

পাচারকারী চক্রের সদস্য সোহেলের মাধ্যমে তার বাড়িতে রেখে জাতীয় পরিচয়পত্র করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করা হয়। তাদের নিয়ে পাশের কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আইডি কার্ডের জন্য ছবি তুলতে গেলে স্থানীয় লোকজন তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করে। এ সময় তারা স্থায়ী নাম ঠিকানা প্রকাশ করেন। পরে তাদের কৌশলে আটক করে থানায় খবর দেন স্থানীয়রা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনায় ভুক্তভোগী এক নারী বাদী হয়ে ছিদ্দিকসহ তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।