১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

কাশিয়ানীতে ৫১ তম সমবায় দিবস পালিত হয়েছে

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২২
কাশিয়ানীতে ৫১ তম সমবায় দিবস পালিত হয়েছে

Sharing is caring!

গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বঙ্গবন্ধুর দর্শন, সমবায় প্রতিপাদ্য নিয়ে ৫১ তম সমবায় দিবস পালিত হয়। সমবায় দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় কাশিয়ানী উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসুচি শুরু হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিশধ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান সরক প্রদিক্ষিন করে একই যায়গায় শেষ হয়।

পরে উপজেলা পরিশোধের হল রুমে সমবায় অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান।

এসময় কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মিলন শাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস অফিসার এসএম শাহাজান সিরাজ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা।

আলোচনায় সমবায়ীদের উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। আলোচনার শেষে উপজেলা শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সনদ ও স্ক্রেপ্ট বিতরন করা হয়।