২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাগরপুরে ডেঙ্গু জ্বর প্রতিরোধে মেশিন ও মশক নিধন ঔষধ বিতরণ করেছেন এম. পি টিটু

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯
নাগরপুরে ডেঙ্গু জ্বর প্রতিরোধে মেশিন ও মশক নিধন ঔষধ বিতরণ করেছেন এম. পি টিটু

Sharing is caring!

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে ডেঙ্গু জ্বর প্রতিরোধে মেশিন ও মশক নিধন ঔষধ বিতরণ করেছেন টাংগাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৯ কমিউনিটি ক্লিনিকের মাঝে এ মশক নিধন সামগ্রী বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু।

জনাব টিটু বলেন,এডিস মশা থেকে ডেঙ্গু রোগের আবির্ভাব।এডিস মশা নিধনে ঔষধ ছিটানোর পাশাপাশি নিজ নিজ আঙ্গিনা পরিস্কার করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আশরাফ আলী, আবাসিক মেডিকেল অফিসার মোঃ রোকনুজ্জামান,ভাড়রা ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন প্রমুখ।