২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

চান্দগাঁও বাসা ভাড়া নিয়ে জমজমাট জুয়ার আসর,সরঞ্জাম ও নগদ টাকা সহ গ্রেপ্তার ২০ জন

Weekly Abhijug
প্রকাশিত নভেম্বর ১, ২০২২
চান্দগাঁও বাসা ভাড়া নিয়ে জমজমাট জুয়ার আসর,সরঞ্জাম ও নগদ টাকা সহ গ্রেপ্তার ২০ জন

পলাশ কান্তি নাথ।

চট্টগ্রামে চান্দগাঁও থানার ইস্পাহানী জেটি রোড়ে কলাবাগান এলাকায় সেমি পাকা বাসা ভাড়া নিয়ে জমজমাট জুয়ার আসর পরিচালিত হয়ে আসতেছে।গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ইস্পাহানি জেটি রোড থেকে ১ নভেম্বর ২০২২ রোজ মঙ্গলবার এক অভিযানে ২০ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ঐ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বেশ কিছু সরঞ্জামসহ নগদ ৩২ হাজার ১১০ টাকা আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,তোফাইল আহমদ (২৬), সাজ্জাদ চৌধুরী, মো. সোহাগ (৩০), মো. মোহাম্মদ (৩৫), হোসেন (২৮), দিদারুল ইসলাম ইরফান (৩১), নাছির (২৫), আজিজ (৩২), মানিক হোসেন (৪২), সুমন (৩৫), রহমান (৫০), সাত্তার (৩৯), এনামুল হক আহম্মদ আজাদ (৪০)। চান্দগাঁও থানার এসআই শরীফ রোকনুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি দৈনিক ইনফোবাংলা কে বলেন তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।
চান্দগাঁও থানার ওসি মোঃ মঈনুর রহমান দৈনিক ইনফোবাংলা কে বলেন তারা টাকার বিনিময়ে জুয়া খেলছিল।গোপন খবরের ভিত্তিতে ঐ জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তিনি আরো বলেন আমি দায়িত্ব নেওয়ার পর থেকে অত্র থানা এলাকায় জুয়া,মাদক, ইপটিজিং চাদাঁবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি।আমরা যেখানে খবর পাচ্ছি সেখানে সাথে সাথে অভিযান পরিচালনা করে তা নিরমূল করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনা জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারি নির্দেশে আমার দায়িত্ব পাপ্ত থানায় কোন রকম অন্যায়, জুয়া,মাদক,ইপটিজিং,চাদাঁবাজি চলবে না এবং আমি তা কখনো করতে দিব না।চান্দগাঁও থানার এক দল চৌকস টিম এই বিষয় গুলো নিয়ে অতন্দ্র প্রহরের মতো কাজ করতেছে।

Please Share This Post in Your Social Media
March 2024
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031