১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

টাংগাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২
টাংগাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে

Sharing is caring!

 

মোঃ শফিকুল ইসলাম সবুজ,টাংগাইল নাগরপুর উপজেলা প্রতিনিধিঃ

টাংগাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে পুলিশিং ডে পালিত হয়েছে।
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র“ এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলে নাগরপুর উপজেলার কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে থানা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও এসআই মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদরত আলী, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমিখ। আলোচনা সভায় নাগরপুর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার গণ উপস্থিত ছিলেন।