২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যাত্রীবোঝাই বিমানের ইঞ্জিনে ভয়াবহ আগুন (ভিডিও)

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২
যাত্রীবোঝাই বিমানের ইঞ্জিনে ভয়াবহ আগুন (ভিডিও)

Sharing is caring!

যাত্রীবোঝাই বিমানের ইঞ্জিনে ভয়াবহ আগুন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক :- ভারতের বেঙ্গালুরুগামী ইন্ডিগো এয়ারের যাত্রীবোঝাই একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরেছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে জরুরিভিত্তিতে অবতরণ করানো হয়।

ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, ফ্লাইট ৬ই-২১৩১ দিল্লি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন থেকে ধোয়া উঠতে দেখা যায়। এ সময় দ্রুত দিল্লি বিমানবন্দরে অবতরণ করান পাইলট।

এ ঘটনায় যাত্রী ও দিল্লি বিমানবন্দরে কিছুটা আতঙ্ক দেখা দেয়। বিমানটিতে কীভাবে এমন ঘটনা ঘটলো, এ নিয়ে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে আগুন ধরেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এয়ারবাস এ-৩২০ এয়ারক্রাফটিতে ক্রুসহ ১৮৪ জন ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফ্লাইটের সব আরোহী নিরাপদে রয়েছে।

বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করে নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয় তাদের।