১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

সৌদি আরব গেলেন সেনাপ্রধান

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২
সৌদি আরব গেলেন সেনাপ্রধান

Sharing is caring!

 

নাসরিন আক্তার রুপা ঢাকা : সৌদি আরবের ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দেশটি সফরে গেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে তিনি সৌদি আরব গেলেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে সেনাপ্রধান সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান (২৮ অক্টোবর) ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন।