১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

কৃষকদের ১৩৭ কোটি টাকা প্রণোদনা দেবে মন্ত্রণালয়

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২
কৃষকদের ১৩৭ কোটি টাকা প্রণোদনা দেবে মন্ত্রণালয়

Sharing is caring!

 

শেখ তিতুমীর রিপোর্ট (পিআইডি) ঢাকাঃ- রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেবে কৃষি মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩৭ কোটি টাকার প্রণোদনা দেয়া হচ্ছে। সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।

একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন বলে উল্লেখ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।