১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

২৬১ বস্তা চিনি জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর

প্রকাশিত অক্টোবর ২৬, ২০২২
২৬১ বস্তা চিনি জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর

Sharing is caring!

চট্টগ্রাম প্রতিনিধি :

নগরের পাহাড়তলী বাজার দুইটি দোকান থেকে ৫০ কেজির ২৬১ বস্তা চিনি জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের একটি টিম। ওই দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ২৬ অক্টোবর বুধবার অধিদফতরের বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার জানান, সকাল সাড়ে ১০টা থেকে অ‌ভিযা‌ন শুরু হয়।

চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখা ও বেশি মূল্যে চিনি বিক্রির অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার টাকা ও উত্তরবঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চিনির বিভিন্ন পাইকারি দোকান এবং তাদের গুদামে অবৈধভাবে চিনি মজুদ করছে কিনা তা তদারকি করা হয়। এসময় একটি দোকানে ১৮১ বস্তা ও আরেকটি দোকানে ৮০ বস্তা চিনি পাওয়া যায়। পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির নেতৃত্বে মজুদ করা চিনি ন্যায্যমূল্যে বিকির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সহায়তায় পরিচালিত অভিযানে অংশ নেন অ‌ধিদপ্তরের সহকারী প‌রিচালক দিদার হোসেন

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নাসরিন আক্তার।