২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ঘূর্ণিঝড় সিত্রাং: ব‌রিশা‌লে ৩১৪১ ঘরবা‌ড়ি ক্ষতিগ্রস্ত জলবায়ু ও পরিবেশ

অভিযোগ
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং: ব‌রিশা‌লে ৩১৪১ ঘরবা‌ড়ি ক্ষতিগ্রস্ত জলবায়ু ও পরিবেশ

স্টাফ করেসপন্ডেন্ট বরিশাল: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভা‌বে ব‌রিশা‌লে তিন হাজার ১৪১টি ঘরবা‌ড়ি ক্ষতিগ্রস্ত হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে সবচেয়ে বে‌শি ক্ষতিগ্রস্ত হয়েছে হিজলা উপ‌জেলায়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে অভিযোগ পত্রিকাকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

তি‌নি জানান, ক্ষতিগ্রস্ত তিন হাজার ১৪১টি ঘরবা‌ড়ির ম‌ধ্যে দুই হাজার ৫০৮‌টি আং‌শিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হ‌য়ে‌ছে ৬৩৩‌টি ঘরবা‌ড়ি। এর মধ্যে আগৈলঝাড়ায় ৩৫টি, গৌরনদী‌তে ১১৫টি, উজিরপু‌রে ১৫০টি, বানারীপাড়ায় ১০০টি, বাবুগ‌ঞ্জে ১০৫টি, মুলাদী‌তে ৬০টি, হিজলায় দুই হাজার ২০০টি, মে‌হে‌ন্দিগ‌ঞ্জে ১৩২টি, ব‌রিশাল সদর ও মহানগ‌রে ৬০টি এবং বা‌কেরগ‌ঞ্জে ১৮১‌টি ঘর-বা‌ড়ি বিধ্বস্ত হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media
March 2024
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031