২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকা- টাংগাইল মহাসড়কে দীর্ঘ ২৫ কি. মি. যানজট

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯
ঢাকা- টাংগাইল মহাসড়কে দীর্ঘ ২৫ কি. মি. যানজট

Sharing is caring!

 

কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ কিলোমিটার যানজটে রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। বঙ্গবন্ধু সেতু থেকে করটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গাড়ির চাপ বেড়ে যাওয়ায় রাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কের পুংলি, এলেঙ্গা ও রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে যাওয়ায় বাড়তি ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

অন্যদিকে, সড়কে খানাখন্দ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় এ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা এবং টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে রয়েছে যানবাহনের তীব্র চাপ।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে সাইনবোর্ড, সানারপাড়া, শিমরাইল মোড়, কাঁচপুরসহ আশপাশের এলাকায় যানবাহন ধীরগতিতে চললেও কোথায় যানজটের দেখা মেলেনি