Sharing is caring!
টাঙ্গাইলে যুবলীগ নেতাকে গণপিটুনি, ভিডিও ভাইরাল
নাসরিন আক্তার রুপা : টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকার উজ্জ্বল হোসেন (৪২) নামে এক যুবলীগ নেতাকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জ্বল হোসেন বর্তমানে ঘারিন্দা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় বছরখানেক আগে উজ্জ্বলের সঙ্গে পাশের সাটুরিয়া গ্রামের সেকামের মেয়ের বিয়ে হয়। গত ৬ মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। শুক্রবার ভোরে উজ্জ্বল ওই স্ত্রীর বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
এ সময়ে চারজন তার ওপর হামলা চালিয়ে হাত ভেঙে দেয়। পরে তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালায় এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। পরে তার পরিবারের লোকজনের জিম্মায় সাদা কাগজে স্বাক্ষর রেখে তাকে ছেড়ে দেয়া হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া নির্যাতনের ভিডিওতে দেখা যায়, চল্লিশ পেরোনো একব্যক্তি উজ্জ্বলকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করছেন। আশপাশের লোকজন তাকে বাধা দিচ্ছেন না। পরে আহত উজ্জ্বলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে উজ্জ্বল বলেন, সেকাম সহ ৫-৬ জন মিলে পিটিয়ে আমার হাত ভেঙে গুরুতর জখম করছে। আমি এর বিচার চাই।
সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইমতালুকদার বিপ্লব জানান, উজ্জ্বল পরকীয়া করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন। বিষয়টি জানার পর তাকে যুবলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম সাপ্তাহিক অভিযোগ কে বলেন,‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনও আসামিকে আটক করা হয়নি।’