Sharing is caring!
কুমিল্লা প্রতিনিধি:
বরুড়ায় উত্তেজনা আর উৎকন্ঠার মধ্যে দিয়ে কুমিল্লা জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের ভোট অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন উপলক্ষে গত ১৬ অক্টোবর সকাল দশটায় বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত ক্রমে কঠোর সিদ্ধান্ত গ্রহন করে প্রশাসন। উল্লেখ্য গত ২৩ আগস্ট একযোগে কুমিল্লাসহ দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ই অক্টোবর সোমবার এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
চলতি বছর ৮ নং ওয়ার্ডে বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও কুমিল্লা ৮ বরুড়া সংসদ নাছিমুল আলম চৌধুরী ( নজরুল ) মনোনীত আক্তারুজ্জামান বাবু, অপর দিকে কুমিল্লা ৮ বরুড়া মহুরুম সাবেক ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব এম এ আব্দুল হাকিম, এর সুযোগ্য সন্তান এ এন এম মইনুল ইসলাম চেয়ারম্যান বরুড়া উপজেলা পরিষদ এর মনোনীত প্রাথী, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলতি বছর জেলা পরিষদ সদস্য হিসেবে —–১১৫- ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ জসিম উদ্দিন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তারুজ্জামান ৯২ ভোট পেয়েছেন। মহিলা সদস্য পদে – ফুটবল ৮৪, দোয়াত কলম ৪৫, হরিণ ১১,মাইক-২ ভোট পেয়েছেন। এ সময় এ এন এম মইনুল ইসলাম বলেন প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোট হয়েছে তাই, আবার ও প্রমান হলো বরুড়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের জয় হবে এবং হইছে বলে মন্তব্য করেন তিনি আর বলেন মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান আমরা কখনো জাতীয় বেঈমাদের, অর্থাৎ রাজাকারদের কাছে আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের সন্তানেরা মাথা নত করবো না তাই সবাইকে অনুরোধ করবো আপনারা,শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংগঠনকে শক্তিশালী করুন যেকোন সময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে আমরা মাঠে নেমে পড়বো ইনশাআল্লাহ বলে উনার বক্তব্য শেষ করেন।