Sharing is caring!
চট্টগ্রামের হাটহাজারী এলাকায় পুলিশের ওপর বোমা হামলায় জড়িত নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য নূর আলম ওরফে মোয়াজকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।১৭ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার নিশ্চিন্তপুর গ্রামের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।১৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ বছর ধরে পলাতক ওই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মোয়াজের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।পুলিশ সুপার আসলাম খান বলেন, ২০১০ সালে জেএমবি সদস্য মাসুম চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর বোমা মেরে পালানোর সময় তার সঙ্গী শামীম হাসানকে গ্রেফতার করে পুলিশ।
পরে গ্রেফতার শামীমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সঙ্গে ওই ঘটনায় নূর আলম ওরফে মোয়াজ জড়িত। ঘটনার পর মোয়াজ কৌশলে পালিয়ে যান। তিনি গত ১২ বছর ধরে চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় গার্মেন্টসকর্মীসহ বিভিন্ন ছদ্মবেশে ভিন্ন ভিন্ন পেশায় আত্মগোপনে ছিলেন।