২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলের সন্তান রাজু অতিঃ পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২
চাটখিলের সন্তান রাজু অতিঃ পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী চাটখিলের সন্তান রবিউল ইসলাম (রাজু) অতিঃ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম সহ বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চাটখিল উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল (ভিপি), পৌরসভার সাবেক মেয়ার মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলুসহ অনেকেই। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিউল ইসলাম রাজুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনেকে পোস্ট করেছেন, তার সুস্থতা ও সফলতা কামনা করেছেন। রবিউল ইসলাম রাজু বর্তমানে ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। রোববার সন্ধ্যায় মুঠোফোনে তিনি দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার প্রকাশ ও সম্পাদক নুর আলমকে দেওয়া এক প্রতিক্রিয়া মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের কাছে রবিউল ইসলাম রাজু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রবিউল ইসলাম রাজু পদোন্নতি পাওয়ায় তাকে নিয়ে যারা আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।