২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বরুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে হিজরি, ১২ রবিউল আউয়াল পবিত্র, ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে।

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২২
বরুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে হিজরি, ১২ রবিউল আউয়াল পবিত্র, ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি মোঃ জহির হোসেনঃ

৯ই অক্টোবর বেলা এগারটায় বরুড়া উপজেলা ঈদে মিলাদুন নবী সাঃ উদযাপন কমিটির আয়োজনে।
বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উদযাপন কমিটির আহবায়ক, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ক্বারী আবদুল গফুর এর সুযোগ সন্তান, মাওলানা আবদুল হান্নান (এম.এ) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও ঈদগাহের অন্যতম শুভাকাঙ্ক্ষী, সাবেক সাংসদ আলহাজ্ব মরহুম আবদুল হাকিম (এম এ) ‘র সুযোগ্য সন্তান, বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা, সাংবাদিক ইলিয়াছ আহমদ, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ভুয়াই, রাজামারা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম, খোশবাস দরবার শরীফে পীর সাহব শামসুল আরেফিন, উদযাপন কমিটির প্রধান দায়িত্ব শীল মাওলানা মুহাম্মদ মাসুদ পাটোয়ারী, মাওলানা আবদুল হান্নান, মাওলানা শামীম রেজা, মাওলানা মোঃ মোতালেব হোসাইন, মাওলানা রিয়াদ হোসাইন,
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর, মাওলানা মুফতি জামাল উদ্দিন মমতাজী , মাওলানা জামাল নোমানী, মাওলানা মকবুল, মাহদিয়া দরবারের পীর মাওলানা নুরুল্লাহ খন্দকার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার উপজেলা সভাপতি মোঃ জাহিদুর রহমান প্রমুখ । এদিন আলোচনা শেষে মুনাজাত করেন সোনাচর পীর সাহেব মাওলানা ওমর ফারুক খন্দকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুফতি জিয়াউদ্দিন ভুঁইয়া ।
এদিন বক্তরা বলেন ৫৭০ খ্রিষ্টাব্দের এদিনে মানবজাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় আসেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১ হিজরির ঠিক এদিনেই তিনি দুনিয়া থেকে ওফাত নেন মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) । দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এ সময় বক্তারা আরো বলেন যদি মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর সৃষ্টি না হতো তাহলে কুলকায়েনাত কিছুই সৃষ্টি হতো না। বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার দিনটিকে সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করার কারনে জুলুসকারীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা পোষণ করেন।