৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রজব, ১৪৪৬ হিজরি

সবুজ বাংলা তাহসিন ফাউন্ডেশন সবসময় আছে মানুষের পাশে; শেখ সবুজ।

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২২
সবুজ বাংলা তাহসিন ফাউন্ডেশন সবসময় আছে মানুষের পাশে; শেখ সবুজ।

Sharing is caring!

গোপালগঞ্জঃ মানবতার প্রধান শিক্ষা এটাই যে দানের মাধ্যমে মানুষ কখনোই ফকির হয়ে যায় না।

‘ নিজের সব কিছু দিয়ে মানবতার সেবা করা’ এই প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে সবুজ বাংলা তাহসিন ফাউন্ডেশন।
“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই মূলমন্ত্র ধারন করে গরীব অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে সবুজ বাংলা তাহসিন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন সবসময় গরীব দুঃখী মানুষের পাশে থাকে। তাদের যতদুর সম্ভব সাহায্য করে থাকে।

প্রতিষ্ঠাতা সভাপতিঃ শেখ সবুজ।

‘সবুজ বাংলা তাহসিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি’ জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে জানায়, মানবতার ধর্ম হলো অন্যকে ভালোবাসা, একে অন্যের সুখে দুঃখে পাশে থাকা। আমি মানবতাকে ভালোবাসি মানুষকে ভালোবাসি। আমি সব সময় গরীব দুঃখী মানুষের পাশে আছি,থাকবো ইনশাআল্লাহ।

তিনি সকলের উদ্যেশ্যে বলেন, আপনার কখনোই মানবতার উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়। কারণ পুরো মানবজাতি হলো এক সমুদ্রের মতো এখানে দু এক ফোটা নোংরা থাকলে কিন্তু পুরো সাগরটা দূষিত হয় না। তাই আমাদের দ্বায়িত্ব সেই দু এক ফোটাকে পরিষ্কার করে তোলা এবং অসহায় মানুষের সেবা করা।
তিনি আরও বলেন, কে কি বলবে বা না বলবে তাতে তো কাজ থেমে থাকবে না। সে গরিব দুঃখীর পাশে আছে থাকবে এবং সামাজিক কার্যক্রম এর সাথে সর্বদা নিজেকে বিলিয়ে দিবে।