২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাগরপুরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি করেন এমপি টিটু।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২২
নাগরপুরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি করেন এমপি টিটু।

Sharing is caring!

 

মোঃ শফিকুল ইসলাম সবুজ নাগরপুর উপজেলা প্রতিনিধি:

টাংগাইলের নাগরপুরে দিন ব্যাপী কৃষি মেলা বিনামূল্যে সার বীজ বিতরণ ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনসহ পোনামাছ অবমুক্তি ও নদী দিবস পালিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব অনুষ্ঠান এর উদ্বোধন করেন টাংগাইলের নাগরপুর দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। নাগরপুর উপজেলা সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সকাল ১১ ঘটিকার সময়ে উপজেলা চত্বরে কৃষি মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইলে ৬ নাগরপুর দেলদুয়ার আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আর বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন। উদ্বোধনকৃত স্কুল গুলো হচ্ছে শহীদ শামসুদ্দিন সরকারি প্রথমিক বিদ্যালয়,নয়াপাড়া প্রথমিক বিদ্যালয় ও গয়হাটা সরকারি প্রথমিক বিদ্যালয়।উদ্বোধনের সময়ে উপস্থিত ছিলেন গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শেখ সামছুল হক, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, নাগরপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি আজিম হোসেন রতন সহ বিভিন্ন নেত্রবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। পড়ে ২০২২-২০২৩ অর্থ বছরের আর্থিক রাজস্ব বাজেট এর আওতায় উপজেলা মাৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তি ও ২০২২-২০২৩- অর্থ বছরের আয়োজনে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতানণ করা হয়।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।