Sharing is caring!
মোঃ শফিকুল ইসলাম সবুজ, নাগরপুর উপজেলা প্রতিনিধি:
নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে মীনা দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল ৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কবির, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা বেগম শিপ্রা শিক্ষা অফিসার আঞ্জুমান রহমান বীথী, পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।