৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিক্ষার গুণগত মানোন্নয়নে চাটখিল মহিলা ডিগ্রি কলেজে মত বিনিময় সভা 

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২২
শিক্ষার গুণগত মানোন্নয়নে চাটখিল মহিলা ডিগ্রি কলেজে মত বিনিময় সভা 

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল মহিলা ডিগ্রি কলেজে সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আসন্ন সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন ও শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক ও পরিচালনা পর্ষদের করণীয়ক নির্ধারনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের সভা কক্ষে কলেজের উপাধক্ষ্য ফারুক সিদ্দিকি ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য বজলুর রহমান লিটন, মিজানুর রহমান বাবর, মার্কেটিং বিভাগের প্রভাষক আরিফুর রহমান, বিজ্ঞান বিভাগের প্রভাষক মফিজুল আলম, আইসিটি প্রভাষক বাবু লাল দাস, অভিভাবক নুর হোসেন কিরন, বাবুল দাস, ইউনুস পাটোয়ারী ও নুরুল হক ভূঁইয়া প্রমুখ। সভা পরিচালনা করেন কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম। সভায় বক্তরা শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ।