২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্বাশিপ বেগমগঞ্জ উপজেলার সম্নেলন অনুষ্ঠিত ।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২২
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্বাশিপ বেগমগঞ্জ উপজেলার সম্নেলন অনুষ্ঠিত ।

Sharing is caring!

বিশেষ প্রতিনিধি : অনুষ্ঠিত হয়ে গেল স্বাধীনতা শিক্ষক পরিষদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা সম্মেলন । রোজ শনিবার ৩ সেপ্টেম্বর,২০২২ ইং চৌমুহনী পৌর মিলনাতনে ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাজাহান আলম আলম সাজু । সম্মেলনের উদ্ধোধক অধ্যক্ষ মোঃ শাজাহান আলম সাজু বলেন, একটি টেকসই শিক্ষার জন্য শিক্ষক ব্যবস্থা জাতীয়করণের কোন বিকল্প নেই । আর শিক্ষাত সমাজ গড়ে তুলতে তিনি অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবি জানান । এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ মামুনুর রশিদ কিরণ । প্রধান অতিথি তার বক্তব্যে উদ্বোধকের সাথে কন্ঠ মিলিয়ে বলেন শিক্ষা ব্যবস্থা জাতীয় কারণের জন্য । উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, স্বাশিপ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না,অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম,আব্দুল্লাহ আল মামুন। সম্মেলনে বক্তব্য রাখেন স্বাশিপ নোয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক আলী আশরাফ শামীম,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভুইয়া, সাকিলা পারভীন, আবিদা সুলতানা উর্মি, মাহবুবুর রশীদ তারেক প্রমুখ।

সম্মেলনে ইসমাইল চৌধুরীকে সভাপতি এবং সমর রঞ্জন ঘোষকে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা শিক্ষক পরিষদ বেগমগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলন শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।