২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২২
চাটখিলে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা

Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের শোল্লা গ্রামে শোক সভা ও দোয়া মাওফিল অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ আগস্ট) সকালে ড. খলিলুর রহমান ভোকেশনাল স্কুল এন্ড বিএম কলেজ মাঠে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহি উদ্দিন কালুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ, জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আহসান হাবিব সমির, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান।প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম বলেন, কিছু বিপদগামী ব্যক্তি ও দল ১৫ আগস্ট ও ২১ আগস্ট গুলি করে বোমা হামলা করে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে কিন্তু বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসায় আল্লাহ বঙ্গবন্ধুর পরিবারকে এ দেশের সেবা করার জন্য বাঁচিয়ে রেখেছেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।