Sharing is caring!
ক্রাইম রিপোর্টার:
নওগাঁর সাপাহারে ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা এর নেতৃত্বে উপজেলা সদরের পপুলার মেডিক্যাল ষ্টোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে সেখানে
পর্যাপ্ত পরিমানে নাপা সিরাপ মজুদ এবং এর ইনভয়েস দেখাতে না পারায়, সেই সাথে ঔষধের মূল্য মিশিয়ে মনমত নতুন মূল্য নির্ধারণ করা, মিস ব্র্যান্ডের ময়াদোত্তীর্ণ ঔষধ এবং সেই সাথে সাবান শ্যাম্পু ও টিস্যু রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন মো: রিফাত হোসেন ঔষধ তত্বাবধায়ক নওগাঁ, থানার এস আই মো: মানিক হোসেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা জানান,জন স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।