২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইভটিজিং করার অপরাধে চাটখিল থানার পুলিশ কিশোরগ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করেছে

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২২
ইভটিজিং করার অপরাধে চাটখিল থানার পুলিশ কিশোরগ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করেছে

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ

চাটখিল থানার পুলিশ চাটখিল পৌরসভার ভীমপুর এলাকা থেকে রাসেল (১৮) নামের এক কিশোরগ্যাংয়ের সদস্যকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে। সে দীর্ঘদিন যাবত স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের ইভটিজিং করে আসছিল। থানা সূত্রে জানা গেছে, চাটখিল উপজেলার একজন সরকারি কর্মকর্তার মেয়েকে তার বিদ্যাপিঠের সামনে দাঁড়িয়ে বিভিন্ন সময় রাসেল ও তার সহযোগীরা ইভটিজিং করে আসছিল। ইভটিজিং এর শিকার ঐ ছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানায়। ওই ছাত্রীর পিতা বিষয়টি চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করার পর,আইন গত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মাঠে নামে। চাটখিল থানার পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত রাসেলের পিতার নাম হারুনুর রশিদ সাং ভীমপুর এবায়েত উল্লাহ আইডা বাড়ী। রাসেল পাঁচগাও মাহবুব সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র হলেও তার চলাফেরা বখাটেদের সাথে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।