২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলে প্রচন্ড গরম অব্যাহত লোডশেডিং-জনজীবন বিপর্যস্ত

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০২২
চাটখিলে প্রচন্ড গরম অব্যাহত লোডশেডিং-জনজীবন বিপর্যস্ত

Sharing is caring!

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে প্রচন্ড গরমে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত একমাস থেকে বিদ্যুতের চরম লোডশেডিং এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এসব শিল্প মালিকরা লোকসানের কবলে পড়তে হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।

চাটখিল পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, এখানে ৮৯হাজার গ্রাহক রয়েছে। ১৪টি পিডারের মাধ্যমে এদের বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। দিনে ২৮মেঘাওয়াট ও রাতে ৩৪ মেঘাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। এই চাহিদার গড়ে ৬০শতাংশ বিদ্যুৎ পাওয়া যায়। ফলে ৪০ শতাংশ বিদ্যুৎ ঘাটতির কারণে লোডশেডিং চরম আকার ধারন করছে।

চাটখিল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. মহি উদ্দিন মোশাহেদুল্লাহ জানান, বর্তমানে সারা দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন না থাকায় চাটখিলেও চাহিদানুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তাই চাটখিলে দৈনিক ৮-১০ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।