Sharing is caring!
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর পুলিশ অবশেষে বিদেশি টাকার বান্ডিল চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ১৭ই আগস্ট বুধবার বিকেল ৪টার দিকে বেগমগঞ্জ থানার, টিভি সেন্টারের পার্শ্ববর্তী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ।দীর্ঘদিন ধরে বিদেশী টাকার লোভ দেখিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিঃশ করে আসছিল এই চক্রটি। এ চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হওয়ায় নোয়াখালীর পুলিশকে ধন্যবাদ জানিয়েছে জেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনির বরাত দিয়ে, নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম (পিপিএম) জানান,গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যারা হলো, টুটুল (৪৪) পিতা মৃত ফজলুল হক গ্রাম নয়াদিঘীরপাড়, মোঃ ফারুক মিয়া (৪৮) পিতা মৃত বাদশা মিয়া গ্রাম তরসিরামপুর, মোঃ সবুজ (২৬)পিতা সারাজান সর্ব থানা মোকশেদপুর জেলা গোপালগঞ্জ। সৌদি রিয়ালের ৩টি বান্ডিলের বিনিময় বাংলাদেশী ৩ লক্ষ টাকা লেনদেন সংক্রান্ত তথ্য জানতে পেরে বেগমগঞ্জ থানার পুলিশ ওঁত পেতে থাকে। ৩ টি ১০০ টাকার সৌদি রিয়াল পেপারের উপর বিশেষ কায়দায় মোড়ানো বান্ডিলের বিনিময়, প্রতারক চক্র বাংলাদেশী ৩ লক্ষ টাকা গ্রহনের সময় তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার শহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।